★আকাশের সীমা কতটুকো?
প্রশ্নটির দুইরকম উত্তর হয়।
১.নীল আকাশের (Sky) ক্ষেত্রে একরকম
২.মহাকাশের (Space) ক্ষেত্রে আরেকরকম
# নীল আকাশের ক্ষেত্রে ⁂ দেখুন, যেটাকে আমরা নীল আকাশ বলছি, এটা নিছক একটা Optical Illusion. কারনটা নিশ্চয় জানেন ।সূর্য রশ্মি Atmosphere এ এসে যখন বিকিরিত হয় তা আমাদের চোখে নীল রঙের রুপ নেয়! Briefly বললাম।এ হিসেবে বললে আকাশের সীমা মাত্র ১২-১৮ কি.মি । কারন বেশিরভাগ বিকিরণ টাই Troposphere এ হয় তাই।তবে আমরা এটা সঠিক হিসেবে নিচ্ছি না।⁂⁂আমরা বরং বলবো আকাশ আমাদের পা থেকে ৩০০ মাইল উচ্চতা পর্যন্ত বিস্তৃত।কেন বলুধতো? নিশ্চয় জানেন ,Exosphere শুরু হয় ৩০০ মাইল এর পরেই। অথ্যাৎ এর পরে Space শুরু হয়... কোন বায়ুমণ্ডল আর থাকেনা।
⁂⁂⁂আরো একভাবে আকাশের সীমা বলা যায় তা হলো,"কারমন লাইন"।৬২ মাইল অথবা ১০০ কি.মি।। এখন ভেবে নিন কোনটা গ্রহণ করবেন। আমার কাছে দ্বিতীয় ব্যাখ্যাটাই বেস্ট মনে হয় । মানে আকাশের সীমা ৩০০ মাইল পর্যন্ত।
# মহাকাশের ক্ষেত্রে ⁂ মহাকাশের সীমার ক্ষেত্রে যেটা বলবো তা হলো এককথায় অসীম ∞।ব্যাস্→•Exosphere থেকে শুরু করে ∞→•Observable হলে Exosphere থেকে ৪৬ বিলিয়ন ly....
Author: Myin Uddin
Facebook: myin.uddin.37
Youtube: Science Is Easy
Website: aspiringmyin.blogspot.com